গত ২৫শে সেপ্টেম্বর ২০২২ইং পবিত্র মহালয়া তিথীতে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়ার ঘাটে বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে আগত পুন্যার্থীরা নৌকা পারাপারের সময় দুর্ঘটনার স্বীকার হয়৷ এতে ৮০জনেরও অধিক মৃত দেহ উদ্ধার করা হয়৷ ধারণামতে শতাধিক যাত্রী ছিল ঐ নৌকায়৷ অনেক পরিবারের কর্মক্ষম ব্যক্তিদেরই মহাপ্রয়াণ ঘটে এই ট্রাজেডিতে৷ ফলে পরিবারের বাকি সদস্যরা নিঃস্ব হয়ে যায়৷ যার ওপর নির্ভর করে পরিবার চলত৷ সে ব্যক্তিই চলে গিয়েছে অজানায়৷ প্রয়াতদের পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উক্ত পরিবারগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও তা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত নয়৷ এমন সময় মানুষ হিসেবে আমার নিজের করার কিছু নেই কি?
তরুণেরা পূজার চলাকালীন সময়ে আনন্দ করবে এটাই স্বাভাবিক৷ তাই এই উদ্যোগটি নিতে বললে তারা অপারগতা প্রকাশ করে৷ তবুও গোপাল স্যার নিরুৎসাহী হয়ে যান নি৷ তিনি নিজ উদ্যোগে ব্যক্তিক অবস্থান থেকেই বিভিন্ন কর্মস্থলের সেবাপ্রণয়ী ব্যক্তিবর্গের কাছ হতে আর্থিক অনুদান সংগ্রহ শুরু করেন এবং অপ্রত্যাশিত সাড়া পেয়ে যান৷ এতে স্যারের শিক্ষার্থীরাসহ স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করে৷ তার এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান৷ অবশেষে বিভিন্ন জনের কাছ হতে অনুদান সংগ্রহ করে তা কিছু ক্ষতিগ্রস্থ নিঃস্ব পরিবার গুলোর মধ্য বন্টন করে দিতে সমর্থ হোন৷
গত ২রা ডিসেম্বর ২০২২ইং, শুক্রবার সংগৃহীত অনুদান নিয়ে বোদা উপজেলার মাড়েয়া ফুটকিবাড়ী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে হাজির হন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে৷ প্রয়াতদের প্রত্যেক পরিবারকে নগদ ৫,০০০(পাঁচ হাজার)টাকা করে মোট দশটি পরিবারকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক অসহায় ছাত্রকে ২,৫০০(দুই হাজার পাঁচ শত)টাকা অর্থসহায়তা প্রদান করে তার এই ব্যক্তি উদ্যোগে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷
আজ বলতে ইচ্ছে করে___
মানবতার সেবায় যার পরিতৃপ্তি হয়,
জীবন তার প্রতি পদেই সর্ব মঙ্গলময়৷
পরিশেষে আমার লেখার মাধ্যমে বিশেষভাবে ধন্যবাদ ও আন্তরিক অভিবাদন জানাই এই মহান উদ্যোক্তা শ্রী গোপাল রায় স্যার’কে৷
___________
পবিত্র রায়
দেবীগঞ্জ, পঞ্চগড়
0 Comments
www.facebook.com/mongoldhoni.debiganj