
উপনিষদ এর বিধান অনুযায়ী ঐতিহ্যগতবিজ্ঞান, জ্যোতিশাস্ত্র এবং ধর্মীয়অনুশাসন সম্প্রর্কিত বিদ্যা লাভ করে।অন্যদিকে ব্রহ্মচর্য বলতে আধ্যাতিকউন্নতির জন্য ইচ্ছাকৃত কৌমার্য-ব্রতবুঝায় এবং এক্ষেত্রে ব্রহ্মচর্য অর্থ হল কায়-মন-বাক্যে সর্বদা পবিত্রতা রক্ষা
করা। ব্রহ্মচর্য পালন অর্থ হল সম্পূর্ণ কাম-বাসনাশূণ্য জীবন যাপন করা যা আধ্যাত্মিক
জীবনের জন্য অপরিহার্য । পুরুষ ব্রহ্মচর্য পালনকারীকে ব্রহ্মচারী
এবং স্ত্রী ব্রহ্মচর্য পালনকারীকে ব্রহ্মচারিনী বলে।
.
শব্দটির উৎস্য ব্রহ্মচর্য শব্দটির দুইটি
অংশ। যথা:
1. ব্রহ্ম
2. চর্য
ব্রহ্ম শব্দটির অর্থ হল #স্রষ্টা বা
সৃষ্টিকর্তা এবং চর্য শব্দটির অর্থ হল
#অনুসরনকৃত। অনেক সময় চর্য বলতে
#ধর্মীয় জীবন পদ্ধতিও বুঝায়। সুতরাং,
ব্রহ্মচর্য শব্দটি একটি ধর্মীয় বিধিসম্মত
জীবনপদ্ধতি নির্দেশ করে।
0 Comments
www.facebook.com/mongoldhoni.debiganj