ব্রহ্মচর্য বলতে কি বোঝায়?

ব্রহ্মচর্য সনাতন ধর্ম অনুযায়ী জীবনেরএকটি নির্দিষ্ট সময় কাল (মোটামুটি ১৪বছর বয়শ থেকে ২০ বছর বয়শ পর্যন্ত)বুঝায় যখন কোন ছাত্র বা ছাত্রী বেদ এবং

উপনিষদ এর বিধান অনুযায়ী ঐতিহ্যগতবিজ্ঞান, জ্যোতিশাস্ত্র এবং ধর্মীয়অনুশাসন সম্প্রর্কিত বিদ্যা লাভ করে।অন্যদিকে ব্রহ্মচর্য বলতে আধ্যাতিকউন্নতির জন্য ইচ্ছাকৃত কৌমার্য-ব্রতবুঝায় এবং এক্ষেত্রে ব্রহ্মচর্য অর্থ হল কায়-মন-বাক্যে সর্বদা পবিত্রতা রক্ষা

করা। ব্রহ্মচর্য পালন অর্থ হল সম্পূর্ণ কাম-বাসনাশূণ্য জীবন যাপন করা যা আধ্যাত্মিক

জীবনের জন্য অপরিহার্য । পুরুষ ব্রহ্মচর্য পালনকারীকে ব্রহ্মচারী

এবং স্ত্রী ব্রহ্মচর্য পালনকারীকে ব্রহ্মচারিনী বলে।

.

শব্দটির উৎস্য ব্রহ্মচর্য শব্দটির দুইটি

অংশ। যথা:

1. ব্রহ্ম

2. চর্য

ব্রহ্ম শব্দটির অর্থ হল #স্রষ্টা বা

সৃষ্টিকর্তা এবং চর্য শব্দটির অর্থ হল

#অনুসরনকৃত। অনেক সময় চর্য বলতে

#ধর্মীয় জীবন পদ্ধতিও বুঝায়। সুতরাং,

ব্রহ্মচর্য শব্দটি একটি ধর্মীয় বিধিসম্মত

জীবনপদ্ধতি নির্দেশ করে।

Post a Comment

0 Comments