বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত!


গত ২৫শে নভেম্বর ২০২২ইং, শুক্রবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী জগবন্ধু ঠাকরবাড়ী প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়৷ সকাল ১১টায় জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন আরম্ভ হয়৷ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি শ্রী কল্যান কুমার ঘোষ৷ পরে আমন্ত্রিত অতিথি এবং কাউন্সিলরগণসহ বর্ণাঢ্য আনন্দ ৱ্যালী শহরের বিজয় চত্ত্বর ঘুরে সম্মেলনস্থলে ফিরে আসে৷

বাংলাদেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নবীন চন্দ্র রায় সম্মেলনের সভাপতিত্ব করেন৷ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উমাপতি রায়, ট্রেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার, কৃষকলীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নির্মল কুমার শর্মা, ইঞ্জিনিয়ার রনজিৎ কুমার বর্মন, দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষন রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায় প্রমুখ।


সম্মেলনে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে নবীন চন্দ্র রায়কে সভাপতি এবং সাংবাদিক হরিশ চন্দ্র রায়কে পূণরায় সাধারণ সম্পাদক দায়িত্বে অব্যাহত রেখে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়৷

Post a Comment

0 Comments