স্বামী বিবেকানন্দ এর কয়েকটি বাণী

 


“যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, 

আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।”

—স্বামী বিবেকানন্দ



“সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে।”

—স্বামী বিবেকানন্দ



“এক দিনে বা এক বছরে সফলতার আশা কোরো না। 

সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো।”

—স্বামী বিবেকানন্দ



“বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে 

আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি”

—স্বামী বিবেকানন্দ



“এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে 

আর জগৎ তোমার জন্য কাঁদবে।”

—স্বামী বিবেকানন্দ



“আমি বিশ্বাস করি যে, কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে 

জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না।”

—স্বামী বিবেকানন্দ



“শুধু বড়ো লোক হয়ো না… 

বড় মানুষ হও।”

—স্বামী বিবেকানন্দ



“সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, 

তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ।”

—স্বামী বিবেকানন্দ



“ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না, 

যতক্ষণ না তুমি সফল হচ্ছ”

—স্বামী বিবেকানন্দ



“ঘৃণার শক্তি অপেক্ষা… 

প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান।”

—স্বামী বিবেকানন্দ




“নিজের উপর বিশ্বাস না এলে… 

ঈশ্বরের উপর বিশ্বাস আসে না।”

—স্বামী বিবেকানন্দ



“যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে 

দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন”

—স্বামী বিবেকানন্দ



“জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর”

—স্বামী বিবেকানন্দ

ঙ্গ-ধ্বনি
(একটি নবপ্রতিষ্ঠিত সনাতন সেবাব্রতী সংগঠন)
অস্থায়ী কার্যালয়ঃ
শ্রীশ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম
পেড়ালবাড়ী(সমিতির ডাঙ্গা), দেবীগঞ্জ, পঞ্চগড়৷

Post a Comment

0 Comments