পঞ্চগড় সদরের আমলাহারে শারদাঞ্জলি ফোরাম কর্তৃক নব প্রতিষ্ঠিত আমলাহার হরি মন্দির শ্রীগীতা শিক্ষা নিকেতনে নিয়মিত গীতা শিক্ষা পাঠদান চলছে । গীতা শিক্ষক শ্রীভূদেব রায় এর এর নিরলস প্রচেষ্টায় খুব সাবলীল এবং সুন্দরভাবে গীতা পাঠ দান চলছে। আজকের ক্লাসে প্রায় ৭০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে গীতা শিক্ষার ক্লাস খুভ সুন্দরভাবে সম্পন্ন হয়। আমন্ত্রিত শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দয়া সিন্ধু গৌর হরি দাস । আরো উপস্থিত ছিলেন উক্ত গীতা শিক্ষা নিকেতনের তত্ত্বাবধায়ক “শারদাঞ্জলি ফোরাম পঞ্চগড় জেলা শাখা” এর সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব রায় এবং প্রচার সম্পাদক শ্রী নিমাই চন্দ্র রায়।
ক্লাসের এক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সুন্দরভাবে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চার জন শিক্ষার্থীকে সুন্দর ভাবে গীতা পাঠের জন্য ধর্মীয় বই উপহার দেওয়া হয়। পরিশেষে ধর্মীয় সঙ্গীত ও কীর্তন পরিবেশনের মাধ্যমে উক্ত ক্লাসের সমাপ্তি ঘটে।
0 Comments
www.facebook.com/mongoldhoni.debiganj