চট্টগ্রামের নিহত পরিবারের পাশে শেখ হাসিনা

সনাতন ট্রিবিউন:


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাটে পিকআপ চাপায় চিকিৎসাধীন এক ভাইসহ ৬ ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মালুমঘাটে নিহত একই পরিবারের ৬ জন সহ তাদের মা এবং চিকিৎসাধীন আহত অপর এক ভাইকেও জমি ও সরকারী ঘর উপহার দেয়া হচ্ছে সরকারের পক্ষ হতে।

গত ২৩/০২/২২ তারিখ, দুপুর ১টায় নিহতদের বাড়িতে সমবেদনা জানাতে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ। সমবেদনা জ্ঞাপনকালে তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ পরিবারের জন্য ৬০ হাজার টাকা করে ৩লাখ ৬০ হাজার টাকা হস্তান্তর করেন এবং গৃহ ও জমিহীন এই ৮টি পরিবারের জন্য মালুমঘাট হিন্দুপাড়া (নাথপাড়া) এলাকায় প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ৮টি নতুন বাড়ি শীঘ্রই করে দেয়ার ঘোষণা দেন এবং এই বিষয়ে চকরিয়ার ইউএনও ও এসিল্যান্ডকে জরুরি নির্দেশনা দেন।

মাননীয় জেলা প্রশাসক মহোদয় আরো জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য বড় পরিসরে আর্থিক বরাদ্দের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

তবে বঙ্গবন্ধু কন্যা তথা রাষ্ট্রের অভিভাবক হিসেবে উনার কাছে আরো দুইটি দাবি বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি:

১) ৬ ভাইয়ের ৬ বিধবা স্ত্রীকে যেকোনো চাকরির ব্যবস্থা করে দেওয়া যাতে তারা নিজেদের ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়া সহ সার্বিক ভরণপোষণ চালিয়ে নিতে পারেন।

২) সেই ঘাতক ড্রাইভারকে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

Post a Comment

1 Comments

www.facebook.com/mongoldhoni.debiganj